প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2025 ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একক পদযাত্রা, প্রফেসর ড. এম. আমিনুল ইসলামের পদত্যাগের প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একক পদযাত্রা, প্রফেসর ড. এম. আমিনুল ইসলামের পদত্যাগের প্রতিবাদ
রাজশাহী প্রতিনিধি:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলামের পদত্যাগ সন্দেহজনক উল্লেখ করে রোকসানা বেগম টুকটুকির একক পদযাত্রা।

বৃহস্পতিবার,(১৩ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করেন। এসময় তিনি ফেস্টুন ঝুলিয়ে রাবির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং শহীদ শামসুজ্জোহা চত্বরের সামনে অবস্থান নেন।
এসময় রোকসানা বেগম বলেন, উত্তরবঙ্গ সব সময়ই অবহেলিত এবং প্রফেসর ড. এম. আমিনুল ইসলামকে উপদেষ্টার বিশেষ সহকারী পদ দেয়া হলেও তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তিনি দাবি করেন, উত্তরবঙ্গের প্রতিনিধিদের দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব দিতে হবে, না হলে বৈষম্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ